তালা প্রতিনিধি : তালা উপজেলার খেশরা ইউনিয়নের রাজাপুর ইউনাইটেড বিল্ল রাণী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১ এপ্রিল) অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট দানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে উৎসব মুখর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উক্ত নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে বর্তমান ইউপি সদস্য ইন্দ্রজিত বৈরাগী ও সাবেক ইউপি সদস্য নিমাই সানা দুই প্যানেলের অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাবেক ইউপি সদস্য নিমাই সানা প্যানেলের ৪ জনই নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচিত প্রার্থীরা হলেন নিমাই সানা (টিউবওয়েল প্রতীক) প্রাপ্ত ১১৯ ভোট পেয়ে প্রথম হন। ১১২ ভোট পেয়ে দ্বিতীয় হন অরুন কুমার সরকার (আম), ১০৩ ভোট পেয়ে তৃতীয় হন নিতাই মন্ডল (দোয়াতকলম) এবং ১০২ ভোট পেয়ে চতুর্থ হন মাধব সরকার (মোরগ প্রতীক)। সংরক্ষিত মহিলা অভিভাবক শিখা রাণী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, ইউপি সদস্য ইন্দ্রজিত বৈরাগী প্যানেলের প্রাপ্ত ভোট শংকর মন্ডল (ফুটবল প্রতীক) ৯৬, বরুণ কুমার সানা (ছাতা) ৯৫, রমেশ সরদার (চেয়ার) ৯৪ এবং হরেন বাছাড় (মাছ প্রতীক) ৮৪।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস জানান, অত্র বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ২১৭। এরমধ্যে কাস্টিং হয়েছে ২০৫ ভোট এবং বাতিল হয়েছে ২ ভোট।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *