তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে তিনটি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পানচাষীরা জানান। ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার খলিষখালী গ্রামে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে ক্ষতিগ্রস্ত পান চাষীরা হলেন খলিষখালী গ্রামের মহাদেব পালের ছেলে পুষ্কর পাল, কালিপাদ পালের ছেলে তাপস পাল ওরফে মনা এবং পলাশ পাল।
ক্ষতিগ্রস্ত পান চাষীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার দে বলেন, সোমবার ভোর রাতের দিকে কে বা কারা খলিশখালী গ্রামের পালপাড়ার তিনটি পানের বরজে আগুন দেয়। সকালে কোন কিছু বুঝে উঠার আগেই পানের বরজের অধিকাংশ পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়। এতে তাদের প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত বরজের মালিক তাপস পাল ওরফে মনা বলেন, ভোরের কোন এক সময়ে দুর্বৃত্তরা বরজের পান কাটার পর বস্তাভরে নিয়ে গেছে। তারা পান নিয়ে যাওয়ার সময় একবস্তা পানও ফেলে রেখে যায়। এরপর বরজের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে পান গাছসহ বরজের অধিকাংশ পুড়ে গেছে। খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
খলিষখালী ক্যাম্প ইনচার্জ এস আই আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.