সমাজের আলো : উদ্বোধনের পর গত এক মাসে পদ্মা সেতুতে ৭৭ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৫ জুন বহুল কাঙ্খিত পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ জুন থেকে যান চলাচল শুরু হয়। প্রথম দিন সেতু পাড়ি দেয় ৫১ হাজার ৩১৬ টি যানবাহন। এতে টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। আর ২৪ জুলাই সেতু পাড়ি দেয় ১১ হাজার ৮০৯টি যানবাহন। এতে টোল আদায় হয় ১ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ১০০ টাকা।যান চলাচলের প্রথম দিন ২৬ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত ২৯ দিনে প্রায় ৫ লাখ ৮২ হাজার ২২৯ টি যানবাহন সেতু পাড়ি দিয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৭৭ কোটি ৯২ লাখ ৪৪ হাজার ২০০ টাকা। এর মধ্যে ৮ জুলাই ৩১ হাজার ৭২৩টি যানবাহন সেতু পাড়ি দিয়ে সর্বোচ্চ টোল আদায় হয় ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *