সমাজের আলো : বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিন গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন রাজস্থানের পুরখাড়ান নামের এক মুদি দোকানি। এ ব্যাপারে তিনি মহাভারতের কুম্ভকর্ণকেও হার মানিয়েছেন। কুম্ভকর্ণ ঘুমিয়ে থাকতেন ছ মাস। আর পুরাখাড়ান বছরের বেশিরভাগ সময়টাই। যখন কালঘুমে ঘুমিয়ে থাকেন তখন তার বাড়ির লোকেরা তাকে স্নান করিয়ে খাইয়ে দেয়। কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডা. শিবাজী দত্তগুপ্ত পুরাখাড়ান এর এই অস্বাভাবিক ঘুমের সিমটম শুনে বললেন, মনে হচ্ছে পুরখাড়ান দুরারোগ্য আক্সিস হাইপারসোমনিয়ায় আক্রান্ত হয়েছে। এই রোগের ফলে স্নায়ুগুলো অবসন্ন হয়ে ঘুমের কোলে ঢলে পড়ে রোগী। জেগে উঠলেও অবসন্নতায় ভরে থাকে শরীর।এই রোগ থেকে মুক্ত হওয়া খুব কঠিন। ১০ লক্ষ মানুষের মধ্যে একজন এই দুরারোগ্য, বিরল রোগে আক্রান্ত হতে পারেন। রাজস্থানের গ্রাম আক্সিস হাইপারসমনিয়ার কথা শোনেনি। তারা কলির কুম্ভকর্ণকে দেখতে ভিড় জমায়। বছরে চার-পাঁচদিন মুদির দোকান খুলতে পারেন পুরখাড়ান। দোকানে সেদিন লাইন পড়ে যায়। কুম্ভকর্ণের হাত থেকে চাল ডাল নেয়া- সে তো বড় পুণ্যের ব্যাপার!




Leave a Reply

Your email address will not be published.