সামাজের আলো: যশোর অফিস যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়ায় সপ্তম, শ্রেণির এক ছাত্রীকে (১৩) বিয়ের প্রলোভনে কথিত অপহরনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই মেয়ের মা বৃহস্পতিবার সকালে ৩ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। মামলায় আসামিরা হচ্ছে বসুন্দিয়ার চরখানপুর গ্রামের কালু খাঁ’র দুই ছেলে লাদেন খাঁ (২২) ও কুতুব আলী (২৫) এবং একই গ্রামের শাহ আলমের ছেলে শাকিল ওরফে অয়ন (২৩)। এছাড়া আরো অজ্ঞাত ২/৩ জনের কথা বলা হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করেছেন, তার মেয়ে দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকার কারণে সে বাড়িতে লেখাপড়া করে। আসামি লাদেন প্রায় সময় তার বাড়ির আশেপাশে সহযোগিদের নিয়ে ঘোরাফেরা করতো। তার মেয়ে বাড়ির পাশে বা বাড়ির মধ্যে থাকলে সে প্রায় সময় উত্যক্ত ও আজেবাজে কথা বলতো। তার মেয়ে নালিশ করলে তিনি লাদেনকে নিশেধ করেন। এতে সে ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে অপহরণের হুমকি দেয়। গত ২২ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে তার মেয়ে তার দাদীর সাথে মাহমুদপুরে যাওয়ার জন্য বাড়ির পাশে তেতুঁতলা নামক ফাঁকা রাস্তার ওপর উঠলে আসামিরা একটি ইজিবাইক এনে তাতে উঠিয়ে তার মেয়েকে নড়াইলের দিকে নিয়ে যায়। সে সময় আশেপাশের লোকজন জানালে তাদের খোঁজ খবর নিয়ে জানতে পারেন আসামিরা তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেছে। বিষয়টি লাদেনের পিতা-মাতাকে জানানো হয়। তারা মেয়েকে ফেরৎ দেবে বলে আশ্বাস দিলেও পরে ফেরৎ দেয়নি। ফলে তিনি থানায় অভিযোগ দেন। তবে ওই গ্রামের একটি সূত্র জানিয়েছেন, ওই মেয়ের সাথে লাদেনের প্রেমের সম্পর্ক আছে। সেই সূত্রে ওই মেয়ে স্বেচ্ছায় লাদেনের সাথে চলে যায়। তাকে কেউ অপহরণ করেনি। # যশোর বড় মেঘলায় প্রতিপক্ষের হামলায় জখমের ঘটনায় মামলা, আসামি ৭ যশোর অফিস যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামে রোকনুজ্জামান (৪৩) নামে এক যুবককে মারপিট ও কুপিয়ে জখমের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত বকতার আলী সরদারের ছেলে। মামলায় যারা আসামিরা হলো,তারা হচ্ছে,শাহাদত হোসেন সরদারের দুই ছেলে সুমন হোসেন (৩২) ও মনির হোসেন (৩৫), মৃত হারেজ আলীর দুই ছেলে আলমগীর হোসেন (৪৫) ও শাহাদৎ হোসেন সরদার (৫৫), হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৩৩), আজিজুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) এবং শাহাদৎ হোসেন সরদারের স্ত্রী মোমেনা বেগম (৫২)। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের সাথে তার (বাদি রোকনুজ্জামান) জমি নিয়ে পূর্ব বিরোধ ছিলো। গত ২০ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে তিনি বাড়ির সীমানা প্রচীর দিচ্ছিলেন। সে সময় আসামিরা লোহার রড, বাঁশের লাঠি, গাছি দাসহ অন্যান্য অস্ত্র নিয়ে বাড়ির মধ্যে ঢোকে এবং সীমানা দিতে নিষেধ করে। তিনি কারণে জানতে চাইলে আসামিরা এক যোগে তাকে মারপিট ও জখম করে। এ সময় তার বড় ভাই তবিবর রহমান, ভাবি শাহিদা বেগম পারুল এবং ভাইপো আসাদুজ্জামান সুমন ঠেকাতে গেলে তাদেরকেও মারপিটে জখম করে। সে সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিসে আসলে ফের হুমকি দিয়ে চলে যায়। এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, আসামিরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তিনিসহ জখম প্রাপ্তরা যশোর ২৫গ শয্যা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সে সময় আসামিদের দুইএকজন হাসপাতালে গিয়ে এ বিষয়ে মামলা করলে ফের বিপদে পড়বে বলে শাসিয়ে যায়। # যশোরে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা গাজাসহ আটক দুই যশোর অফিস র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাজাসহ দুইজনকে আটক করেছে। র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোরের বেনাপোলের হাড়িহাট রোডস্থ লামিয়া ইলেক্ট্রনিক্সের সামনে থেকে গত বুধবার রাত ১২টার দিকে জুলু (৩০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। জুলু বেনাপোল পোর্ট থানাস্থ ভেবের বেড় পাশ্চিপাড়ার রুস্তম আলীর ছেলে। অন্যাদিকে যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের জামে মসজিদের সামনে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করা হয়। সে ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে। থানায় এব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে। # যশোরে করোনায় আক্রান্ত এক নারীকে নিয়ে তোলপাড় যশোর অফিস :যশোরে করোনা আক্রান্ত এক নারী হোম কোয়ারেন্টইন না থেকে বিয়ের করার ঘটনাকে কেন্দ্র করে আলোচনার ঝড় বইছে । যশোর শহরের একটি ডায়াগনেস্টিক সেন্টারে কর্মরত সাগরিকা আক্তার তালাক প্রাপ্ত স্বামীকে তৃতীয়বার বিয়ে করেছেন। দুই সন্তানের জননী সাগরিকা আক্তার স্বামী ড্রাইভার রকিবুল হাসান ডাবলু যশোর শহরের হুসতলা কবরস্থান রোডের বাসিন্দা । জানা গেছে, দুই সন্তানের জননী সাগরিকা চলতি বছরের ৪ জুলাই ডাবলুকে তালাক দেন। এরপর যশোর পৌরসভার রেজিষ্টি অফিসে ১০ অক্টোবর তৃতীয়বার তাকে বিয়ে করেন। ১ লাখ টাকার দেনমোহরে তার বিয়ের রেজিস্ট্রি হয় ১০ অক্টোবর। যার রেজিঃ নং এ, সিরিয়াল নম্বর ২৫১,বই নম্বর ১০/২০, পাতা নম্বর ২৪। অথচ সাগরিকা করোনা পজিটিভ শনাক্ত হয় চলতি বছরের ৭ অক্টোবর। যার চিঠি নম্বর ২০৯, ল্যাব আইডি নম্বর জিসি১৪৫.০৭৪, তারিখ ৮.১০.২০২০, তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্যাম্পল দেন ৭ অক্টোবর। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর করোনা আক্রান্ত হওয়ার পর ১০ তারিখে ডাবলুকে রেজিস্ট্রি বিয়ে করেন সাগরিকা। অথচ সেই সময় ১৪দিন হোম কোয়ারেন্টইন থাকার কথা ছিল। ঐ প্রতিষ্টানের সূত্র জানায়, সাগরিকা করোনা আক্রান্ত হওয়ার পর সেখানে ১৫-১৬জন করোনা আক্রান্ত হন। করোনা আক্রান্ত হওয়ার পর বিয়ে করার ব্যাপারে যোগাযোগ করা হয় সাগরিকার সাথে। তবে তাকে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিপ করেননি ।# যশোরে অপহরণের নাটক সাজিয়ে অবশেষে ধরা যশোর অফিস স্বামীকে অপহরণের নাটক সাজিয়ে আদালতে মামলা করে অবশেষে ধরা খেয়েছেন লেবুতলা ইউনিয়নের আব্দুস সাত্তারের স্ত্রী হাসিনা খাতুন। একেরপর এক ষড়যন্ত্রমামলা করে শেষমেষ ফেসে যাচ্ছেন হাসিনা ও তার স্বামী ছাত্তার। ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের আই সি এসআই কান




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *