সমাজের আলো : ঢাকা থেকে যাত্রী নিয়ে দূরপাল্লায় যাওয়া প্রায় ২০০ বাস আটক করেছে পুলিশ। এসব বাস নিষেধাজ্ঞা অমান্য করে উত্তরবঙ্গে যাত্রী পরিবহন করছিল।শনিবার (০৮ মে) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুলে আটক বাসগুলোর শ্রমিকরা বিক্ষোভ করলে পরে সেগুলোকে ছেড়ে দেওয়া হয়।এ প্রসঙ্গে হাটিকুমরুল থানার ওসি শাহজাহান আলী সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ কোনো বাসকেই ছেড়ে দেয়নি। বাসের শ্রমিকরা বিক্ষোভ করে গাড়িগুলোকে নিয়ে বঙ্গবন্ধু সেতুর দিকে যাত্রা করে। কিন্তু সেতুর পশ্চিম প্রান্ত থেকে গাড়িগুলোকে আবার ফেরত পাঠানো হবে।জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার ও শনিবার রাতে বাসগুলো ঢাকা থেকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যায়। ফেরার পথে বাসগুলোকে শনিবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে হাইওয়ে পুলিশ আটক করে।




Leave a Reply

Your email address will not be published.