গত ৫ নভেম্বর .সাতক্ষীরা জেলা কৃষক লীগের সম্মেলনে তৃণমূল কাউন্সিলরদের মতামত কে উপেক্ষা করে গত ১১ নভেম্বর, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্র থেকে অসংগঠনিক ও অসংবিধানিক ভাবে জেলা কৃষক লীগের কমিটি ঘোষনা দেওয়ায়।
তালা উপজেলা কৃষকলীগের ডাকে তৃণমুলের নেতাকর্মিদের সাথে নিয়ে। খুলনা সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে । মানব বন্ধন কর্মসুচি পালন করা হয়। মঙ্গলবার বিকাল ৪ টায় মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ইন্দ্ররজিৎ সাধু,খলিশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কান্তি দাস,সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম, কুমিরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শংকর কুমার দে, কার্তিক চন্দ্র সরকার , মাগুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেবব্রত সহ স্থানীয় নেতাকর্মি সামর্থক বৃন্দ। সভায় বক্তারা বিশ্বজিৎ সাধু ও মনজুর হোসেনকে বাদ দিয়ে কেন্দ্র থেকে একটি পকেট কমিটি করায় আওয়ামী লীগের কান্ডারী তৃণমূল নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন। সব শেষে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিন করে বাজারে যেয়ে শেষ হয়।
পাটকেলঘাটা প্রতিনিধি।।

