সমাজের আলো : সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের বাবুলিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি অবৈধভাবে দখল করে গ্রেডবীম ঢালাই করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে অভিযোগ দায়ের করেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
জানা গেছে, বাবুলিয়া গ্রামের মৃত মহাদেব ঘোষের পুত্র রমেশ চন্দ্র মাস্টার পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ শুরু করেন। জমির উপর দিয়ে অত্র এলাকার পানি দীর্ঘদিন ধরে নিস্কাশিত হয়ে আসছিল। এধরনের ভবন নির্মাণের ফলে এলাকাবাসী জলাবদ্ধতার কবলে পড়বে বলে জানিয়েছেন তারা। যাতে নির্মাণ কাজ মানুষের চোখে না পড়ে সে কারনে রমেশ বাবু রাস্তার ধারে টিন দিয়ে ঘিরে ভিতরে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড থেকে একটি নোটিশ দেওয়া হলেও তিনি তা অগ্রাহ্য করে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
স্থাপনা নির্মাণকারী রমেশ চন্দ্র মাস্টার বলেন, আমি কোন ভবন নির্মাণ করছি না। দোকান নির্মাণ হবে। পানি উন্নয়ন বোর্ডের কিছু জমি পড়লেও পড়তে পারে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি জানেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা তো লিখিত কোন অনুমতি দিতে পারবে না। তবে তারা বিষয়টি জানেন।
এদিকে পানি উন্নয়নের বোর্ডের সাবেক সার্ভেয়ার বলেন, আমি অফিস কর্তৃপক্ষকে বলেছি। কিন্তু তারপর থেকে রমেশ বাবু টিন দিয়ে ঘিরে ভিতরে তার নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড-১ এর এসডিও দিপংকর বাবু বলেন, কে নির্মাণ করছে সেটি আমি জানি না। তবে এধরণের একটি অভিযোগ হাতে এসেছে। আমি থানায় অভিযোগ করার জন্য সহকারীকে বলেছি। থানায় অভিযোগ করা হয়েছে। রবিবার এ বিষয়ে থানা পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে




Leave a Reply

Your email address will not be published.