সমাজের আলো : অনেক সময়ই আমাদের উইনিফর্ম পরতে হয়। স্কুলে নির্দিষ্ট ইউনিফর্ম থাকে, অনেক হাসপাতালে স্টাফদের বিশেষ পোশাক পরতে হয়, ডাক্তারকে সাদা এপ্রন পরতে হয়। ঠিক তেমনই উকিলকে কালো পোশাক পরতে হয়। কিন্তু এর কারণ কি? এর পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস।প্রধানত দুটো কারণে উকিলদের পোশাক হিসাবে কালো রঙ বেছে নেওয়া হয়েছে। কালো কর্তৃত্ত্ব ও ক্ষমতার রঙ। কালো নির্ভরতার রঙও বটে। উকিলরা সম্পূর্ণ আইনের প্রতি দায়বদ্ধ, তারই প্রতীক এই কালো কোট।আইন অন্ধ, শুধুমাত্র প্রমাণ এবং সত্যের ওপর নির্ভর করে আইন সিদ্ধান্ত নেয়। কোনো ব্যক্তির প্রতি সে পক্ষপাতিত্ব করে না। সেটার প্রতীক হিসেবেও উকিলদের কালো পোশাক পরতে দেখা যায়। কালো রঙের মধ্যে একটা গাম্ভীর্য আছে। উকিলদের পেশার গুরুত্বের দিকে নজর দিয়েও এই পোশাক বেছে নেওয়া হয়েছে। এতে উকিলদের মধ্যে নিয়মানুবর্তিতা ও নিজের কাজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা আসবে বলে মনে করা হয়।




Leave a Reply

Your email address will not be published.