তালা প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দারকে সভাপতি ও অধ্যাপক অচিন্ত্য সাহাকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট তালা উপজেলা ভূমি কমিটির গঠন করা হয়েছে। কমিটির সহ-সভাপতি হিসেবে আশরাফুন্নাহার আশা, শফিকুল ইসলাম, গাজী জাহিদুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান মোঃ আলমগীর হোসেন ও কল্পনা সাহা, সাংগঠনিক সম্পাদক বিএম জুলফিকার রায়হান, সহ- সাংগঠনিক সম্পাদক ময়নুল আমিন মিঠু, আইন সহায়তা সম্পাদক এড. ফারজানা রহমান সুবর্না, খাস জমি বিষয়ক সম্পাদক গোবিন্দ ঘোষ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ আশরাফ আলী, সাংস্কুতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর, জলমহল বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ আব্দুর রশিদকে মনোনিত করা হয়। কমিটি গঠন উপলক্ষ্যে বে-সরকারী সংস্থা উক্তরণ এর আমার প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার তালা শিশুতীর্থ স্কুলে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শাম্স সাক্ষর। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারি সুলতানা পুতুল, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ, রুপালী পরিচালক শফিকুল ইসলাম,উহমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, শিশুতীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সাংবাদিক মোঃ আশরাফ আলী, বিএম জুলফিকার রায়হান প্রমুখ। উত্তরণ প্রতিনিধি মোঃ সিরাজুল আসলাম, এড. মেজবাউর রহমান খান, মোঃ বদরুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, শুধাংশু শেখর হালদার, শেখ বায়জিদ হোসেন, ফাওজুল কবীর প্রমুখ।পরে একই স্থানে তালা উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।




Leave a Reply

Your email address will not be published.