সমাজের আলো : কোভিড আক্রান্ত হয়েছে ১৩ বছরের ছেলে। তাই তাকে পরীক্ষা কেন্দ্রে নিতে গাড়ির ট্রাংকে ভরলেন মা। নিজেকে বাঁচাতে সন্তানের প্রতি এমন নির্মম আচরণকে মেনে নিতে পারেনি কর্তৃপক্ষও। তারা ৪১ বছর বয়স্ক ওই নারীর বিরুদ্ধে শিশুকে ঝুঁকিতে ফেলার মামলা দায়ের করেছেন। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সাইপ্রাস-ফেয়ারব্যাংকস স্কুল পরীক্ষা কেন্দ্রে ওই নারীর গাড়ির ট্রাংক থেকে শিশুটিকে উদ্ধার করেন তারা। শিশুটির মা একজন শিক্ষক এবং ঘটনায় শিশুটি সুস্থ রয়েছে। তবে সন্তানের জীবনকে ঝুঁকিতে ফেলায় বুধবার তার মা’র বিরুদ্ধে মামলা দায়ের করে কর্তৃপক্ষ।

আর মামলার বিষয়টি প্রকাশ্যে আনা হয় শুক্রবার।ঘটনার দিন কেন্দ্রে আসা গাড়িগুলোর তথ্য সংগ্রহ করছিলেন সেখানকার কর্মকর্তা বেভিন গরডন। তিনিই প্রথম আবিষ্কার করেন একটি গাড়ির ট্রাংকে শিশুটি আটকে আছে। তখন তার মা দাবি করেন, নিজেকে সুরক্ষিত রাখতেই সন্তানকে ট্রাংকে ঢুকিয়েছেন তিনি। কিন্তু গরডন সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ করেন। এখনো ওই নারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। তিনি কোনো আইনজীবীর সহায়তাও নেননি।




Leave a Reply

Your email address will not be published.