সমাজের আলো। সাকিব আল হাসান মাঠে এসেছেন—আজকাল এই খবর ছড়িয়ে পড়লেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের ব্যস্ততা বেড়ে যায়। টিভি সাংবাদিকেরা ফুটেজ নিতে ব্যস্ত হয়ে পড়েন, আলোকচিত্রীদের ব্যস্ততা সাকিবকে ক্যামেরাবন্দী করার। আজ এসবের কিছুই দেখা গেল না। কোনো হইচই ছাড়াই এক বছরের বেশি সময় পর মিরপুরে সাকিব পুরোদমে অনুশীলন করে গেলেন। সঙ্গে ছিলেন প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এমন দৃশ্য কত দিন পর দেখা গেল মিরপুর স্টেডিয়ামে! আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আজই প্রথম মিরপুরে ব্যাটিং-বোলিং অনুশীলন করলেন সাকিব। এক নেটে তিনি, পাশেই আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুই অভিজ্ঞ পেসার আল আমিন, শফিউল ইসলাম ছিলেন সাকিবের নেটে। তরুণ হাসান মাহমুদ, মেহেদী হাসান রানাও বল করেছেন তাঁকে। সামনে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ, জেমকন খুলনার হয়ে সাকিব ফিরবেন ক্রিকেটে। আজ অনুশীলনে তাই টি-টোয়েন্টির ব্যাটিংটাই ঝালাই করেছেন তিনি|




Leave a Reply

Your email address will not be published.