আব্দুস সামাদ বাচ্চু আশাশুনি সংবাদদাতাঃ আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে চার জনকে জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক হাজার তিনশত টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে মূল্য তালিকা না থাকায় মুদি ব্যবসায়ী আলমগীর হোসেনকে ৫০০ জরিমানা করেন। এছাড়াও সরকারের নির্দেশ অমান্য করে মাস্ক বিহীন চলাচলের সময় তিনজনকে ৩টি মামলায় ৮০০ টাকা জরিমানা করেন। এসময় তিনি সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে আরও বলেন প্রত্যেকের সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে মাস্ক পরিধান নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published.