সমাজের আলো। ।অবশেষে বলিভিয়া বাধা কাটালো মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। যদিও শুরুতে পিছিয়ে পরেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে স্ক্যালোনি শিষ্যরা। বাছাই পর্বের ম্যাচে এটি আর্জেন্টাইনদের দ্বিতীয় জয়। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা পৃথিবীর সবচেয়ে উঁচু শহর লাপাজে। প্রতিপক্ষ স্বাগতিক বলিভিয়া। ভূপৃষ্ঠ থেকে তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত স্থানটা বরাবরই অস্বস্তির কারণ। তাছাড়া দলটির বিপক্ষেও রয়েছে অতীত দুঃস্মৃতি। গেলো বিশ্বকাপের তাদের বিপক্ষে হেরে গ্রুপ পর্বে কঠিন সমীকরণে পড়তে হয়ে ছিল আর্জেন্টাইনদের। প্রতিপক্ষ গেলো ম্যাচে ব্রাজিলের কাছে বিধ্বস্ত হয়েছে ৫-০ গোলে। তাই আত্মবিশ্বাসে কিছুটা পিছিয়ে থাকলেও, ঘরের মাঠে ঠিকই ভেলকি দেখিয়েছে সফরকারীদের। ইনজুরির কারণে দলের অন্যতম ভরসা ডি মারিয়া আর অ্যাগুয়েরো নেই একাদশে। আক্রমণভাগটা স্ক্যালোনি সাজিয়েছেন মেসি, মার্টিনেজ আর প্যালাসিওকে নিয়ে।




Leave a Reply

Your email address will not be published.