সমাজের আলো : এবার পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের পাশে থাকা মুসলিমদের কবর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এর তীব্র নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গোরস্তান কর্তৃপক্ষ। এদিকে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের কৃষি জমিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।পবিত্র আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখে ইসরায়েলি আদালতের দেওয়া রায়ের দুদিন যেতে না যেতেই এবার মসজিদটির পাশে থাকা মুসলিমদের কবর গুঁড়িয়ে দিয়েছে জেরুজালেমের পৌরসভা কর্তৃপক্ষ। খবর পেয়ে ফিলিস্তিনিরা সেখানে জড়ো হলে পৌরসভার বুলডোজার সেই স্থান ত্যাগ করে।

মুসলিম গোরস্তান সুরক্ষা কমিশনের নির্বাহী পরিচালক আহমেদ আল দাজানি জানান, যাদের কবর গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তারা সবাই ১৯৪৮ ও ১৯৬৭ সালে সংঘাতের সময় শহীদ হন। আল আকসা মসজিদের পাশে একটি স্থাপনার কাজ করতে প্রত্নতত্ত্ব বিভাগকে অনুমতি দেন ইসরায়েলি আদালত। তবে পৌরসভা কর্তৃপক্ষের কবর গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আল দাজানি।পূর্ব জেরুজালেমের পাশাপাশি গাজা উপত্যকায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রোববারও সেখানে ফিলিস্তিনিদের কৃষিজমিতে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।




Leave a Reply

Your email address will not be published.