সমাজের আলো :  ঈদুল ফিতর-২০২১ উপলক্ষে পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার এবং মৃত শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার (০৭ মে) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সভাপতি মো. আরশাদ আলী খোকা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের ঈদ উপহার ও অনুদান বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আরশাদ আলী খোকা ও সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান মটর শ্রমিকদের স্বার্থে যে মহৎ উদ্যোগ নিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানান এমপি রবি। তিনি আরো বলেন, আগামী ২০২২ সালে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন যাতে করে অবাধ ও সুষ্ঠ হয় সে বিষয়ে আমার সর্বাত্বক সহযোগিতা থাকবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু।
এসময় জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ৩ হাজার শ্রমিকের মাঝে ঈদ উপহার এবং ১৫জন মৃত শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন ৫লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়। সেই সাথে এমপি রবির পক্ষ থেকে করোনার সংক্রমণ রোধে মটর শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান। এসময় শ্রমিক লীগের নেতৃবৃন্দ ও জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.