সমাজের আলো: কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের শিমুলতলা গ্রাম। সেখানকার ফকির মোহাম্মদ গুচ্ছগ্রামে বসবাস করেন শারীরিক প্রতিবন্ধী মর্জিনা বেগম (৩৫)। মানসিক ভারসাম্যহীন স্বামী ও সাত সন্তানকে নিয়ে থাকেন ছোট্ট একটি ঘরে। উপার্জনক্ষম কেউ নেই বলে প্রতিনিয়ত টানাপড়েনে চলে তার সংসার। দুবেলা খাবার জোগাতে হিমশিম খেতে হয় মর্জিনাকে। বাবার বাড়ি ও প্রতিবেশীদের সহযোগিতায় খেয়ে না খেয়েই কাটে তাদের দিন।মর্জিনার সাত সন্তানের মধ্যে তিন ছেলে ও চার মেয়ে। অভাবের কারণে কোনো সন্তানকেই স্কুলে ভর্তি করতে পারেননি। এমনকি অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে তার এক সন্তানের। বাকিরাও ভুগছে অপুষ্টিতে। উপায় না দেখে জন্মের পরপরই বিক্রি করে দেন দুই নবজাতককে। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ও খলিলগঞ্জ এলাকায় দুই সন্তানকে বিক্রি করে মর্জিনা পান কেবল ২৩ হাজার টাকা।




Leave a Reply

Your email address will not be published.