সমাজের আলো: যশোর সদর হাসপাতালে এক নবজাতককে টেনে বের করতে গিয়ে মাথা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। নবজাতকের পা বেরিয়ে আসলে আয়া তা ধরে টান মারেন। এতে মস্তক ছিঁড়ে বের আসে নবজাতক। চিকিৎসকদের দাবি, ওই নবজাতক মায়ের পেটে আগেই মারা যান।যশোরের শার্শা উপজেলার গাজীর ঘাট এলাকার বাসিন্দা আইয়ুব আলী। শুক্রবার রাতে ওঠে তার স্ত্রী আন্নান প্রসব বেদনা উঠলে ভর্তি করেন যশোর সদর হাসপাতালে। লেবার ওয়ার্ডে ডা. তানজিলা ইয়াসমিনের তত্ত্বাবধানে রাখা হয় তাকে।শনিবার সকালে শিশুটি গর্ভের ভেতরেই মারা গেছে বলে জানান চিকিৎসকরা। ওষুধের মাধ্যমে বাচ্চাটি বের করার চেষ্টার এক পর্যায়ে সন্ধ্যায় শিশুটির পায়ের একাংশ বের হয়ে থাকতে দেখেন আয়া মোমেনা। সেসময় তিনি শিশুটিকে জোর করে বের করার চেষ্টা করলে মাথা ছিঁড়ে ভেতরে রয়ে যায়।স্বজনদের দাবি, বিষয়টি কর্তব্যরত চিকিৎসক তানজিলা ইয়াসমিনকে জানানো হলেও তিনি হাসপাতালে না গিয়ে মোবাইল ফোনে চিকিৎসা দেন। তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসকের দাবি, নিয়ম মেনেই চিকিৎসাসেবা দেয়া হচ্ছে রোগীকে।প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ




Leave a Reply

Your email address will not be published.