সমাজের আলো : রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে ভারতে পৌছেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। স্বস্ত্রীক মোস্তাফিজকে স্বাগত জানিয়েছেন রাজস্থান রয়্যালস। নিউজিল্যান্ড সফর শেষে দলের সঙ্গে রোববারই দেশে ফেরেন বাঁহাতি এই পেসার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের ফ্লাইট ধরেন কাটার মাস্টার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে থাকলে অবশ্যই দেশের হয়েই খেলবেন বলে জানিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে লঙ্কান টেস্টের জন্য তাকে বাদ দেওয়ায় তিনি নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেই আইপিএল খেলতে ভারতে গেছেন। রোববার নিউজিল্যান্ডে সিরিজ শেষ করে দেশে ফেরত আসে বাংলাদেশ দল। দলের বাকিরা বিমানবন্দর থেকে বের হলেও ভেতরেই রয়ে যান মোস্তাফিজ। পরে জানা যায় বিমানবন্দর থেকেই আরেকটি ফ্লাইট ধরেছেন তিনি। ভারতের উদ্দেশ্যে আইপিএল যাত্রায় মোস্তাফিজের সঙ্গী হয়েছেন তার স্ত্রীও। এবার আইপিএলে ভিত্তিমূল্য এক কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান। মুম্বাইতে দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে মোস্তাফিজকে।




Leave a Reply

Your email address will not be published.