সোহরাব হোসেন সবুজ, নলতা : আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ৫৭ তম তিন দিনব্যাপী বার্ষিক ওরছ শরীফ। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার বাদ ফজর থেকে মিলাদ-কেয়াম শুরু হয়ে সকাল সাড়ে ৯ টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ প্রায় ঘন্টাব্যাপি আখেরী মোনাজাত পরিচালনা করেন। ৯, ১০ ও ১১ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার তিনদিন ব্যাপী বার্ষিক ওরস শরীফের আজ ১১ ফেব্রুয়ারী শেষ দিনে আখেরী মোনাজাতে অংশ নেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাবেক সভাপতি আলহাজ্ব মু. সেলিমউল্লাহ, সহ নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন, ঢাকা আহ্ছানিয়া মিশন এবং দেশের বিভিন্ন শাখা মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও দেশ-বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ অংশ নেন।




Leave a Reply

Your email address will not be published.