সমাজের আলো: সাতক্ষীরার কলারোয়ার ব্রজবাক্স ড্রাইভার লাল্টুর বাড়িতে অকস্মাৎ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে পরিবারের প্রায় লক্ষাধিক টাকা ও ব্যবহারের যাবতীয় আসবাবপত্র৷ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজারসংলগ্ন আব্দুল গফ্ফারের ছেলে ড্রাইভার লাল্টু ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ স্থানীয় এলাকাবাসী তানজিলা খাতুন জানান, দিনমজুরের অর্থে কোনো রকম দেনাপাওনা করে সাম্প্রতি একটি ঘর করেছে৷ যাতে তার সন্তান ও স্বামী স্ত্রী কোনরকম স্বাচ্ছন্দে বসবাস করছিল৷ অগ্নিকাণ্ডের ঘটনার পরে তার বসবাস করার মতো অবশিষ্ট কোন জিনিস পাওয়া সম্ভব হয়নি যা দিয়ে তার সংসার চলবে৷ এমন কি তার টাকা পুড়ে ছাই গেছ৷ অগ্নিকাণ্ড হওয়ার পরে ফায়ার সার্ভিসকে দেরিতে ফোন দেয়া হয় তার ভিতরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে৷ প্রশাসন যদি সহযোগিতায় না করে তাহলে ওই পরিবারটি মুখ থুবরে পড়বে৷ পরিবারের প্রধান সদস্য ড্রাইভার লাল্টু জানান, দুপুরে ঘুমিয়েছিলেন স্ত্রী সন্তাননিয়ে৷ হঠাৎ পোড়ার গন্ধে ঘুম ভেঙে যায়৷ দুই কক্ষ বিশিষ্ট ঘরের একটি ইতিমধ্যে পুড়ে শেষ হয়ে যায়৷ এলাকাবাসী ও স্থানীয়দের সহযোগিতায় অগ্নিকাণ্ড নেভানোর চেষ্টা করতে করতেই নগদ ৬৫হাজার টাকা সেলাই মেশিন, টেলিভিশন, বাচ্চার পোশাক বই শীতের শীতের সকল বস্ত্র পুড়ে গেছে৷ কিভাবে রাত্রিযাপন করবেন তা নিয়ে দুশ্চিন্তা পরিবর্তে আগের মত সোজা হয়ে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসনসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেন তিনি৷ স্থানীয় ব্রজবাকস্ ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ আগামী রবিবার ইউনিয়ন পরিষদে একটি কমিটি গঠন করে অগ্নিকাণ্ডে নিঃশ্ব পরিবারে পাশে দাঁড়ানোর জন্য পদক্ষেপ নেয়া হবে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি৷




Leave a Reply

Your email address will not be published.