সমাজের আলো: জীবনে কোনদিন সিগারেটও খায়নি আবদুল আজিজ। তিনি হয়ে গেলেন মাদক মামলার আসামি। জীবনে কোনদিন গাজীপুরে যাননি তিনি। অথচ গাজীপুরে রয়েছে তার নামে মাদক মামলা। মিথ্যা মামলায় ভুয়া গ্রেফতারি পরোয়ানায় বিনা অপরাধে তাকে গ্রেফতার করল পুলিশ। এরপর কেরানীগঞ্জের কারাগার থেকে গাজীপুরের জেলা কারাগারে, আবার গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে, কাশিমপুর কারাগার থেকে পাঠানো হয় চট্টগ্রাম কারাগারে, চট্টগ্রাম কারাগার থেকে পাঠানো হয় জামালপুর কারাগারে, জামালপুর কারাগার থেকে পাঠানো হয় মাদারীপুর কারাগারে, মাদারীপুর কারাগার থেকে পাঠানো হয় আবার কেরানীগঞ্জ কারাগারে। এইভাবে এক কারাগার থেকে আরেক কারাগার করে আটটি কারাগারে নেয়া হয় আবদুল আজিজকে। এভাবেই আটটি ভুয়া ওয়ারেন্টে বিনা অপরাধে আবদুল আজিজের কারাগারে কাটাল এক শ’ দিন। দেশে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ভুয়া গ্রেফতারি পরোয়ানা। চলতি বছর রাজধানী ঢাকাসহ সারাদেশে সহ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ও মিথ্যা মামলা শনাক্ত করেছে পুলিশ সদর দফতর। সারাদেশে ভুয়া গ্রেফতারি পরোয়ানা নিয়ে ভয়ঙ্কর ফাঁদ পেতেছে শক্তিশালী একটি প্রতারক চক্র। এই প্রতারক চক্রের সঙ্গে জড়িত আছে এক শ্রেণীর অসৎ, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী। আসল গ্রেফতারি পরোয়ানার মতোই অবিকল সিল স্বাক্ষর দেয়া থাকে নকল বা ভুয়া গ্রেফতারি পরোয়ানাতে। আর ভুয়া গ্রেফতারি পরোয়ানার ফাঁদে পড়ে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। ফাঁদে আটকে পড়া অনেককেই এ ধরনের গ্রেফতারির শিকার হতে হচ্ছে। অনেককে কারাগারে বন্দীজীবন কাটাতে হচ্ছে। প্রতিপক্ষকে হয়রানি করতে এ ধরনের ভুয়া গ্রেফতারি পরোয়ানা ডাকযোগে পাঠিয়ে দেয়া হয় সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ অথবা জেলা পুলিশ সুপার কার্যালয়ে। এরপর ওই গ্রেফতারি পরোয়ানা যাচাই-বাছাই না করেই পাঠিয়ে দেয়া হয় সংশ্লিষ্ট থানায়। থানার কাছে ওই গ্রেফতারি পরোয়ানা পৌঁছার পর আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ আসামিকে গ্রেফতার করতে যায়। ওই আসামি মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানার ব্যাপারে আগাম কোন তথ্য জানেন না। এক পর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। কারাবন্দী হওয়ার পর ওই ব্যক্তির নামে বিভিন্ন থানা ও আদালতে দায়ের হয় একাধিক মামলা। পূর্বে ভুয়া ওয়ারেন্টে গ্রেফতার হলেও পরবর্তীতে দায়ের করা মামলায় ওই ব্যক্তিকে দিনের পরদিন, মাসের পর মাস আবার বছরের পর বছর কারাগারের অন্ধপ্রকোষ্ঠে বন্দী জীবন কাটাতে হয় ।




Leave a Reply

Your email address will not be published.