সমাজের আলো: রোহিত শর্মার কাঁধে নেতৃত্বের ভার ওঠার পর যেন আগা-গোড়া বদলে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। না হয় এবারের আসরসহ মোট পাঁচবার কীভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চ্যাম্পিয়ন হয় আরব সাগরের পাড়ের দলটি। তাদের নিচে আছে একমাত্র চেন্নাই সুপার কিংস। তাও তাদের ট্রফি তিনটি। এবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে গড়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও। রোহিত শর্মার কাঁধে নেতৃত্বের ভার ওঠার পর যেন আগা-গোড়া বদলে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। নাহয় এবারের আসরসহ মোট পাঁচবার কীভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চ্যাম্পিয়ন হয় আরব সাগরের পাড়ের দলটি। তাদের নিচে আছে একমাত্র চেন্নাই সুপার কিংস। তাও তাদের ট্রফি তিনটি। এবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে গড়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও। করোনার বিষবলয় থেকে এখনো পৃথিবী মুক্ত হয়নি। ভারতের মতো আরও অনেক রাষ্ট্র আবারও নতুন করে আক্রান্ত হচ্ছে। এমন মহামারির মধ্যেই ভারত থেকে সরিয়ে আইপিএল নেওয়া হলো সংযুক্ত আরব আমিরাতে। বিষবলয়কে বাইরে রেখে জৈব-বলয় তৈরী করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল-১৩ দুবাইয়ে শেষ হয়েছে সফলভাবেই। পরিবেশ বদলে গেছে। পরিস্থিতি পরিবর্তনও হলো। শুধু বদলে যায়নি চ্যাম্পিয়নের নাম। আবারও চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শিরোপা ধরে রাখল তারা। এই দফায় তারা হারাল দিল্লি ক্যাপিটালসকে।



Leave a Reply

Your email address will not be published.