সমাজের আলো: চিকিৎসার দোহাই দিয়ে সিনিয়র এএসপি আনিসুল করিমকে পিটিয়ে হত্যা করার ঘটনায় রাজধানীর আদাবরে অবস্থিত মাইন্ড এইড সাইকিয়াট্রি অ্যান্ড ডি-অ্যাডিকটেড হাসপাতালটি বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবার করা মামলার আসামি প্রতিষ্ঠানটির অন্যতম মালিক, চিকিৎসক নিয়াজ মোর্শেদ রয়েছেন পুলিশের নজরদারিতে। পুলিশ সূত্রের খবর, অসুস্থতার কারণে মামলার এ আসামি নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মাইন্ড এইডের অন্যতম একজন পরিচালক। এর আগে গতকাল সকালে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, মামলায় হাসপাতালটির ১০ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই নিহতের বাবার করা মামলার আসামি। গতকাল তাদের আদালতে তোলার পর প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




Leave a Reply

Your email address will not be published.