সমাজের আলো : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে মঙ্গলবার (০২ মার্চ) তিন নারী সাংবাদিককে হত্যার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসীগোষ্ঠী আইএস। সংবাদমাধ্যম আফগানিস্তান টাইমস জানিয়েছে, বেসরকারি এনিকাস টেলিভিশন চ্যানেলের ওই তিন সাংবাদিক কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন এবং আরেকজন মারাত্মক আহত হন। পৃথক দুটি হামলায় এসব গণমাধ্যম কর্মী হতাহত হন। হামলার দায় স্বীকার করে আইএস জানিয়েছে, তাদের কর্মীরা নারী সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। হতাহতদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।




Leave a Reply

Your email address will not be published.