সমাজের আলো : বিশাল গাছের পরিবর্তে পড়ে আছে শুধু গুঁড়ি। সবুজের বুক চিরে উঠছে ইট-সুড়কির কঠিন দেয়াল। সবুজ প্রকৃতিতে প্রাণের স্পন্দন যেন থমকে গেছে। সপ্তাহজুড়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে গাছ কাটার যে মহোৎসব চলছে, তার প্রভাব ইতোমধ্যেই পড়েছে উদ্যানের জীববৈচিত্র্যে। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে খাবার হোটেল আর রাস্তা তৈরিতে চলছে অবাধে গাছ কাটা।আমাকে অক্সিজেন দাও, আমি বাঁচতে চাই’ এমন আকুতি ভরা প্ল্যাকার্ড নিয়ে শুক্রবার (৭ মে) সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের সাথে ঘুরতে দেখা যায় আত্মজা নামে ছয় বছরের এক শিশুকে। তার কারণ বেঁচে থাকার জন্য মহামূল্যবান অক্সিজেন সরবরাহকারী গাছগুলোকেই যে কেটে উজাড় করছে কিছু মানুষ। খাবার হোটেল, দোকান আর পিচঢালা পায়ে হাঁটার পথ তৈরিতে গত কয়েক সপ্তাহ ধরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছগুলো নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে।গত কয়েকদিনের ধরে গাছ কাটার এই মহোৎসবে উজাড় হয়েছে উদ্যানের অর্ধশতর বেশি গাছ। লাল ক্রস চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে বাকিগুলোও।




Leave a Reply

Your email address will not be published.