সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের রায়পুর দারুল উলুম বালক বালিকা মাদ্রাসা ও হেফজখানায় একটি পানির মটর প্রদান করা হয়েছে।শুক্রবার (৭ ই মে) সাতক্ষীরার নবাগত সেচ্ছাসেবী সংগঠন দিগন্ত ফাউন্ডেশনের সেচ্ছাসেবকরা মাদ্রাসার সভাপতি মোঃ জালাল উদ্দিন ও মুহতামিম মাওলানা ওমর ফারুক এর নিকট মটরটি তুলে দেন।সংগঠনের সহ প্রতিষ্ঠাতা সাইদুর রহমান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়ে আমরা কয়েকজন যুবক মিলে দিগন্ত ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি। মুমূর্ষু রোগীকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করে দেওয়ার পাশাপাশি আমরা গরিব অসহায় রোগীদের বিনামূল্যে এবং স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি।এ সময় মাদ্রাসার সভাপতি মোঃ জালাল উদ্দিন বলেন, আমরা মাদ্রসাটি তৈরি করেছি সমাজের ছেলে মেয়েদের দ্বীনি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। ছাত্র ছাত্রীদের থেকে আমরা কোনো বেতন নেই না। সমাজের বিত্তবানদের থেকে সহযোগিতা নিয়ে আমরা মাদ্রসাটি পরিচালনা করি। বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন থেকেও আমরা সহযোগিতা পেয়েছি। আজকেও দিগন্ত ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ছাত্র ছাত্রীদের পানির সুবিধা দেওয়ার জন্য একটি পানির মটর পেলাম। এজন্য দিগন্ত ফাউন্ডেশনের সকল সদস্যদের ধন্যবাদ জানাই।এ সময় আরো উপস্থিত ছিলেন দিগন্ত ফাউন্ডেশনের ফিরোজ শাহ, সাইদুল ইসলাম, ডেনটিস্ট জাহিদ হাসান, আবিদ হাসান ও আরিফুর রহমান প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.