সমাজের আলো : দেশে সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনের রাজধানীতে পরিচয়পত্র চাওয়ায় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অস্যৈজন্যমূলক আচরণ করেছেন চিকিৎসক দাবি করা এক নারী। রোববার (১৮ এপ্রিল) ওই নারীর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুরো ভিডিও জুড়ে নমনীয় ছিলেন ম্যাজিস্টেট ও পুলিশ সদস্যরা। তারা ওই নারীকে যেতে বললেন, তিনি আবারও উত্তেজিত হয়ে বলেন, ওকে সরি বলতে বল, নয় আমি দেখে নেব, ডাক্তার বড়, না পুলিশ বড়। ভিডিওতে দেখা যায়, দুপুরে এলিফ্যান্ড রোডে ওই চিকিৎসকের গাড়ি থামিয়ে পরিচয়পত্র দেখতে চান পুলিশ সদস্যরা। এতে উত্তেজিত হয়ে ওঠেন তিনি। নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটকে তুই-তুকারি করতে থাকেন। এক পর্যায়ে ম্যাজিস্টেট ও পুলিশ সদস্যদের ক্ষমা চাইতে বলেন। ক্ষমা না চাইলে ১শ’ ডাক্তার নিয়ে আন্দোলন করান হুমকি দেন




Leave a Reply

Your email address will not be published.