সমাজের আলো : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে তছনছ হয়ে গেছে উপকূলীয় অঞ্চল। এখনো পানির নিচে রয়েছে বহু মানুষ। সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের মানিকখালি চরে পানিবন্দি অবস্থায় রয়েছে দেড়শ পরিবার। সরকারের পক্ষ থেকে দুর্গত মানুষের সরকারি সহায়তার জন্য বরাদ্দ দিলেও কোনো সহায়তাই পাননি এসব মানুষ।আশাশুনি সদরের মানিকখালি চরের বাসিন্দা করিম মোড়লের ছেলে ইমদাদুল হক। তিনি জানান, গত ২৬ মে’র পর থেকে পানিবন্দি অবস্থায় রয়েছি। সরকারি জায়গা বন্দোবস্তো নিয়ে আমরা দেড়শ পরিবার বসবাস করি। ধারদেনা করে বাজার থেকে চাল কিনে বাড়ি যাচ্ছি। এরপর রান্না হবে, রাতে খাব।আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান জানান, আশাশুনি সদরে সাড়ে ৪ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। চাল দেওয়া হয়েছে ২৮ মে। সেদিনই দুর্গতদের মাঝে বিতরণ করার কথা বলা হয়েছে ইউপি চেয়ারম্যানকে। নগদ টাকা রোববার (৩০ মে) উত্তোলন করার কথা ছিল। সেটি করছে কি না? আমি জানি না।এদিকে, আশাশুনি সদর ইউনিয়নে কোনো সরকারি বরাদ্দের টাকা ও চাল বিতরণ করা হয়নি। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সেলিম রেজা মিলন বলেন, আমি বরাদ্দের চাল ও টাকা আগামীকাল (সোমবার) থেকে বিতরণ করব। এখনো বিতরণ করা হয়নি।আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান বলেন, আশাশুনি সদরে ত্রাণ বিতরণ করা হয়নি- এমন অভিযোগ বেলা ১১টার দিকে আমার কাছে এসেছে। তবে এরপর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন আমাকে জানিয়েছেন, তিনি ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করেছেন।ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন কোনো ত্রাণ বিতরণ করেননি এমন প্রশ্নে ইউএনও নাজমুল হুসেইন খান বলেন, ইউপি চেয়ারম্যান মিলন বলেছিলেন তিনি বিতরণ করেছেন। তবে বিষয়টি যাচাই করা হয়নি। এখনই খোঁজ নিচ্ছি।




Leave a Reply

Your email address will not be published.