সমাজের আলো : বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের” তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। “মাদক ছেড়ে খেলতে চল,খেলাধুলায় বাড়ে বল” ও “যে মুখে মা ডাকি,সে মুখে মাদক কে না বলি”- এই শ্লোগান কে সামনে নিয়ে তৃতীয় দিনের। ১ম খেলায় মুখোমুখি হয় হেলাতলা বনাম লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ে লাঙ্গলঝাড়া ১-০ গোলে হেলাতলা কে হারিয়ে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। দ্বিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় জয়নগর বনাম যুগিখালী ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ে গোল শুন্যভাবে শেষ হওয়ায় ট্রাইব্রেকারে গড়ায়। দিনের ২য় খেলায় জয়নগর ট্রাইব্রেকারে ৩-১ গোলে যুগিখালী ইউনিয়ন পরিষদ কে হারিয়ে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। খেলা পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন। ধারাভাষ্যে ছিলেন অফিসার ডাঃ হুমায়ন কবির, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, স্যাকমো শুভজৎি রায়, রেজাউল করিম লাবলু ও মাসউদ পারভেজ মিলন। দিনের শেষ খেলায় কলারোয়া পৌরসভা বনাম কয়লা ইউনিয়ন পরিষদ মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধের শেষ সময়ে কলারোয়া পৌরসভার আবদুল্লাহ (১০) গোল করে দল কে এগিয়ে নেয়। নির্ধারিত সময়ে কোন দল আর গোল করতে সমর্থ না হওয়ায় কলারোয়া পৌরসভা ঐ এক গোলে জয়লাভ করে সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। সোমবার সকাল ৯ টায় ১ম সেমি ফাইনালে মুখোমুখি হবে লাঙ্গলঝাড়া বনাম দেয়াড়া ইউনিয়ন পরিষদ এবং বেলা ১১ টায় ২য় সেমি ফাইনালে মুখোমুখি হবে কলারোয়া পৌরসভা বনাম জয়নগর ইউনিয়ন পরিষদ এবং বিকাল তিনটায় সেমি ফাইনালের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে। খেলাগুলো পরিচালনা করেন শিক্ষক মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশাররফ হোসেন, সাইদুর রহমান, ইমন হোসেন,রুহুল আমিন,আবু সাঈদ। খেলা উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ হুমায়ন কবির, ডাঃ মাহাদী আল মাসুদ, ডাঃ মাহফুজ ইমরান, আলঃ আঃ রহিম বাবু, জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পৌরসভার মেয়র শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, শেখ ইমরান হোসেন প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.