সমাজের আলো : আশাশুনিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ৬৫৫ জন চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা নিজেরা বা তাদের প্রতিনিধির মাধ্যমে উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বর পদে ১৩৯ জন ও সাধারণ আসনে মেম্বর পদে ৪৪৭ জন, সর্বমোট ৬৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।ইউনিয়ন ওয়ারী মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের পরিসংখ্যান হলো, আশাশুনি সদর ইউনিয়নে চেয়ারম্যান ৩ জন, মহিলা মেম্বর ১৫ জন ও মেম্বার ২৮ জন। শ্রীউলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বর ১০ জন ও মেম্বার পদে ৪৫ জন। বুধহাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বর ১৪ জন ও মেম্বর পদে ৪৩ জন। দরগাহপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বর পদে ১০ জন ও মেম্বর পদে ৪৪ জন। কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বর ৬ জন ও মেম্বর পদে ৩২ জন। শোভনালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বর ১৫ জন ও মেম্বর পদে ৩৬ জন। কুল্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বর ১৩ জন ও মেম্বর পদে ৩৬ জন। খাজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বর পদে ১৬ জন ও মেম্বর পদে ৪৮ জন। বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বর ১৩ ও মেম্বার পদে ৩৫ জন। প্রতাপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, মহিলা মেম্বর ১২ জন ও মেম্বর পদে ৪৬ জন। আনুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা মেম্বর পদে ১৫ জন ও মেম্বর পদে ৫৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.