সমাজের আলো : শেখ হাসিনার বারতা- নারী-পুরুষ সমতা’ স্লোগানে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালী পরবর্তী আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ও উপজেলা পর্যায়ে ১০ জন শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননায় পুরস্কার ভূষিত করা হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ভার) মোঃ বাবুল আক্তার ও জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আযম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পর্যায়ে সম্মননা পাওয়া নারী কলারোয়ার শান্তা পারভীন। সভায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উপজেলা এবং জেলা পর্যায়ে ১০জন শ্রেষ্ঠ জয়িতাদের পুরস্কারে ভূষিত করা হয়।




Leave a Reply

Your email address will not be published.