সমাজের আলো : একজন দরিদ্র বিধবা নারীর বসবাসের নতুন ঘর গুড়িয়ে দিয়ে তাকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বাঁরদহা গ্রামের বাসিন্দারা।এসময় তারা স্থানীয় চেয়ারম্যান বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা মোজাম্মেল হক গাইনের সমালোচনা করে বলেন, তিনি নিজেই তার চৌকিদার ও সন্ত্রাসী বাহিনী দিয়ে বিধবা জাহানারা বেগমের বাড়িঘর ভাংচুর করেছেন।সোমবার সকালে সাতক্ষীরায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা জানান, জাহানারা খাতুন ২৫ বছর যাবত বাঁরদহা গ্রামের রাস্তার ধারে খাস ও নিজের রেকর্ডীয় জমিতে বসবাস করে আসছেন।

এসময় তিনি আরও একটি নতুন ঘর তৈরীর চেষ্টা করলে গত ৩১ আগস্ট চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন এবং পানি উন্নয়ন বোর্ডের কয়েক ব্যক্তি সহ সন্ত্রাসীরা এসে তা ভাংচুর করে দিয়ে যান। এসময় তার কাছে ১ লাখ টাকা দাবি করে বলা হয়।টাকা না দিলে ঘর তৈরী করতে দেওয়া হবে না। তাকে এখান থেকে উচ্ছেদ করা হবে। হামলাকারীদের মধ্যে আরও ছিলেন রেজাউল ইসলাম, রেবেকা খাতুন, নজু, আবুল, উজ্জল, মারুফা, রুপাসহ কয়েকজন। অভিযোগ করে তারা আরও বলেন, চেয়ারম্যান মোজাম্মেল গাইন নিজেই সরকারি খাস জমিতে থাকা ৫০ বছর আগের পুকুর দখল করে উজিরপুর গ্রামে ভবন তৈরী করেছেন।একইসাথে তিনি বালাপোতায় বাবার ধামে হিন্দু সম্প্রদায়ের জল ঢালার পথ বন্ধ করে দিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কালাম, কার্তিক সরকার, জাহানারা খাতুন, আশরাফ আলী ও আবুল হোসেন। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা।তবে এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মোজাম্মেল গাইন বলেন, তিনি সরকারি খাস জমি ব্যবহারে বাধা দিয়েছেন। তাছাড়া নিজে কোন খাস জমি দখল করেননি।




Leave a Reply

Your email address will not be published.