সমাজের আলো : জার্মানের ডেপুটি হাই কমিশনার কনস্ট্রানজা ঝিরিনজার আশাশুনিতে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে আগমনের এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান ও ডেপুটি হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার বিকালে উপজেলা চেয়ারম্যানের চাপড়াস্ত বাস ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম শ্রীউলা ইউনিয়নে অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ শেষে জার্মান ডেপুটি হাই কমিশানরকে তার বাস ভবনে আমন্ত্রণ জানান। আমন্ত্রনে সাড়া দিয়ে ডেপুটি হাই কমিশনার কনস্ট্রানজা ঝিরিনজার তার বাসভবনে গমন করে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি উপজেলা চেয়ারম্যানের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন। এসময় উপজেলা চেয়ারম্যান আশাশুনি উপজেলার দুর্দশাগ্রস্ত ওয়াপদা ভেড়ী বঁাধ ভেঙ্গে প্রতিবছর এলাকার মানুষের চরম ভোগান্তির কথা অবহিত করেন। ডেপুটি হাই কমিশনার এলাকার চরম দুরাবস্থা ও মানুষের দুর্গতি দেখে খুবই মর্মাহত হন। এব্যাপারে জার্মান সরকার অসহায় মানুষের পাশে থাকতে পারে সেজন্য তার সরকারকে প্রকৃত চিত্র তুলে ধরবেন বলে আশ্বাস প্রদান করেন। পরে তিনি উপজেলা চেয়ারম্যানের ছাদে বিভিন্ন ফলজ বাগান ও ফুল বাগান ঘুরে ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন সুলতানা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *