জি এম ফিরোজ উদ্দিন ,মনিরামপুর : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনোহরপুরে এতিম ও অসহায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।মনোহরপুর কল্যান ট্রাষ্ট। মনোহরপুর কল্যান ট্রাষ্টা ,একটি মানব সেবা সংগঠন ,সাধারণ মানুষকে সেবা দানের যে ব্রত নিয়ে যাত্রা শুরু।সেই থেকে হাটি হাটি পা পা করে দীর্ঘ হচ্ছে জনসেবার লাইন।সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ জোবেদ আলীর স্বপ্ন ছিলো কল্যান টট্রাষ্ট কে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠান হিসাবে দাড় করানোর তাই তারি স্বপ্ন টি পৃরণ করে চলেছে তার ছোট সু পুত্র মু,মুরতজা আলী টুটুল সংগঠটির বর্তমান সভাপতি দায়িত্ব সুনামের সহিত পালন করছেন।তাদের সেবা সমাজের অসহায়,দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন,স্বাস্হ্য ও শিক্ষা সুনিশ্চিত করনের পর এবার মনোহরপুর কল্যান ট্রাষ্টা এবার ইউনিয়ন ব্যাপী সেবা দেয়ার স্বপ্ন পৃরণে করবে।তারি ধারাবাহিকতায়
উপজেলার মনোহরপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থতিত মানবসেবা মুলক প্রতিষ্ঠান ,,মনোহরপুর কল্যান ট্রাষ্টা ,,সংগঠনটি র্দীঘদিন যাবৎ মনোহরপুর ইউনিয়নের অসহায়,প্রতিবন্ধী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সময় বিভিন্ন উপকরণ বিনা মুল্যে প্রদান করে আসছেন।অসহায় দরিদ্র,বিধবা নারীদের কর্মসংস্থান এর ব্যবস্থা করা।প্রতিবন্দী দের জন্য খাদ্য,বস্ত্রর ব্যবস্থা করে দেওয়া। তারি ধারাবাহিকতায় বুধবার সকালে (২৭ ০৪, ২২) ,মনোহরপুর কাচারিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এর এক কক্ষে মনোহরপুর কল্যান ট্রাষ্টাএর আয়োজনে অত্র ইউনিয়নে র দরিদ্র জনগোষ্ঠির জন্য পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা ও নতুন বস্ত্র বিতরণ করেন। তারা।প্রতিষ্ঠানের সভাপতি মু মুরতজা আলী টুটুল, তিনি ভার্চুয়াল এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন। সংগঠনের সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু, অবসর প্রাপ্ত অধ্যাপক প্রণব কুমার সরকার,আ:রহিম সরদার, আ সাত্তার সরদার,মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো হাফিজুর রহমান ,আলহাজ্ব মফিজ উদ্দিন সরদার,ডা মোশাররফ হোসেন,,জি এম শহীদুজ্জামান ,আবু সাঈদ শাহিন,বিজন কুমার বিশ্বাস,দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জি এম ফিরোজ উদ্দিন সহ আরো অনেকেই বলে জানা যায়।এ দিনে ১০০ জন নারী পুরুষ কে এ খাদ্য ও নতুন পোষাক সয়হায়তা প্রদান করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *