শেখ সিরাজুল ইসলাম : কপোতাক্ষের অতিরিক্ত জোয়ারের পানির তোড়ে পাইকগাছার কাটিপাড়া এলাকায় ভয়াবহ ভাংগনে সেখানকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়- ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙ্গে তীরবর্তী এলাকার মাছের ঘের, পানের বরজ, ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। পানির চাপে সেখানকার বহু বাড়ী ঘর ও রাস্তা ঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে । স্থানীয় চিংড়ী ঘের মালিক রমজান আলী জানান, ভাঙ্গনকবলিত প্রায় ৪ শ’ বিঘা এলাকায় অন্তত ১২টি চিংড়ী ঘের রয়েছে। চলতি চিংড়ী উৎপাদন মৌসুমের শুরুতে আগামী অমাবশ্যায় চাষীরা প্রস্তুতি নিচ্ছেন নতুন মাছ ধরার। ঠিক তার আগেই কপোতাক্ষের ভাঙ্গন স্বপ্নভঙ্গ করেছে তাদের। এতে অন্তত তাদের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, কপোতাক্ষ নদের ঐ এলাকায় ব্রীজ নির্মাণের কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠান আরো প্রায় ২/৩ মাস আগে ব্রীজ নির্মাণে সেখানে বিশাল এলাকাজুড়ে খনন করে রাখেন। যার একপাশে পুকুর ও অন্য পাশে বালির বাঁধে দেয়া হয় নামমাত্র ক্লোজার। যা জোয়ারের অতিরিক্ত পানির তোড়ে ভাসিয়ে নিয়ে গেছে ঐ বাঁধ। তারা আরও বলেন, ৪ বিঘা পানের বরজের ক্ষতি হয়েছে। ধান ক্ষেত নষ্ট হয়েছে। বাড়ীতে জোয়ারের পানি উঠে প্লাবিত হয়েছে। ধীর গতিতে ব্রীজের কাজ হওয়ায় এবং ঠিকাদারের গাফিলতির কারনে বাঁধ ভেঙ্গে ঐ এলাকা প্লাবিত হয়ে ক্ষয়-ক্ষতি হয়েছে এমনটাই দাবি এলাকাবাসীর।




Leave a Reply

Your email address will not be published.