সমাজের আলো : দুই হাতে একটি আঙুলও নেই। এক হাতে কব্জি থাকলেও অন্য হাত বাহুতেই সীমাবদ্ধ। তবে শারীরিক এই প্রতিবন্ধকতা দমাতে পারেনি মোবারক আলীকে (১৬)। কব্জি দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছে।মোবারক আলীর বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে। তার বাবা দিনমজুর এনামুল হক। একই ইউনিয়নের কাশিপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.৮৪ পেয়েছে মোবারক।জানা গেছে, জন্মগতভাবে হাতের আঙুল না থাকায় পড়াশোনার শুরুতে দ্বিতীয় শ্রেণি পযর্ন্ত পা দিয়ে লেখালেখি করতো মোবারক। পরে পায়ের পরিবর্তে দুই হাতের কব্জি দিয়ে লেখার চেষ্টা করতে থাকে। একপর্যায়ে অভ্যস্ত হয়ে যায়।এভাবে লিখেই ২০১৮ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়। এ বছর ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.৮৪ পেয়েছে।




Leave a Reply

Your email address will not be published.