সমাজের আলো। ।নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি থেকে নিজের নাম প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। প্রস্তাবিত কমিটিতে ত্যাগী নেতাদের স্থান না হওয়ার অভিযোগ এনে তিনি নিজেকে সরিয়ে নেন বলে জানান তিনি। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় বসুরহাট পৌরসভা হলরুমে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি নিজের নাম প্রত্যাহার করে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমি পদে থাকবো না। কারণ প্রস্তাবিত কমিটিতে ত্যাগী নেতারা স্থান পাননি। আজ অপশক্তি স্থান দখল করেছে। আজ জাতীয় নেতারাও সত্য কথা বলে না। আজ যারা তোষামোদ করে, তারা নেতা। অপশক্তিকে কোনো প্রশ্রয় দেয়া হবে না। আমার বড় কোনো পদের দরকার নেই। যতদিন বেঁচে থাকবো, অন্যায়, অবিচার ও অনিয়মের বিরুদ্ধে কথা বলে যাবো। কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। তিনি আরো বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন সর্বোচ্চ ত্যাগী নেতা। কিন্তু তিনি প্রস্তাবিত কমিটিতে স্থান পাননি। এ সময় তিনি সাহাব উদ্দিনকে জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে রাখার দাবি জানান।




Leave a Reply

Your email address will not be published.