সমাজের আলো : করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনের উত্তর–পশ্চিমাঞ্চলীয় জিয়ান শহরে চলছে কড়া লকডাউন। দুই সপ্তাহ ধরে শহরের ১ কোটি ৩০ লাখ বাসিন্দা গৃহবন্দী রয়েছেন। এর মধ্যে সেখানকার একজন অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে যান। কিন্তু করোনা পরীক্ষার সনদ ছাড়া তাঁকে হাসপাতালে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। এতে হাসপাতালের বাইরে ওই নারীর গর্ভপাত হয়ে যায়। এ ঘটনার ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান দেশটির স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।জানুয়ারি ওই নারীর ভাইয়ের মেয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে পোস্ট দিয়ে এ ঘটনার কথা জানান। সঙ্গে ছবি ও ভিডিও জুড়ে দেন তিনি। তাতে দেখা যায়, জিয়ান শহরের গাওজিন হাসপাতালের সামনে প্লাস্টিকের একটি টুলে বসে রয়েছেন ওই নারী। তাঁর চার পাশে তাজা রক্ত ছড়িয়ে রয়েছে। সেটি ছিল তাঁর গর্ভপাতের ঘটনা। এ সময় তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.