সমাজের আলো : একদিনে করোনা শনাক্ত ও মৃত্যুতে রেকর্ড হয়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান লকডাউনের মধ্যেই এই রেকর্ড। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৬ জন। এর আগে গত বছরের ৩০শে জুন সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৪ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২১৩ জন। যা একদিনে এযাবৎকালের সর্বোচ্চ রোগী শনাক্ত। স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, এখনই সতর্ক না হলে সামনে সংক্রমণ এবং মৃত্যু দু’টিই নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা বর্তমান পরিস্থিতিকে সামনের জন্য লাল সংকেত হিসেবে বিবেচনা করছেন।




Leave a Reply

Your email address will not be published.