সমাজের আলো : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১২ হাজার ৩৮৩ জন শনাক্ত হয়েছেন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫২ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৪৫ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৬২৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৮১০টি নমুনা সংগ্রহ এবং ৪২ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৭০ লাখ ৯৯ হাজার ৪৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ। এদিকে বিভাগ ভিত্তিক শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায়, দেশের মোট শনাক্তের ৪০ দশমিক ৮৫ শতাংশ রোগী রয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মারা গেছেন ৬৯ জন। শনাক্ত হয়েছেন ৫ হাজার ৫৮ জন। এই বিভাগে শনাক্তের হার ২৭ দশমিক ৯২ শতাংশ। ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্তের হার ২৫ দশমিক ৯৪ শতাংশ। ঢাকা জেলায় করোনা রোগী ধীরে ধীরে বাড়ছে। মারা গেছে ৩১ জন। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৪৮৪ জন। শনাক্তের হার ২৭ দশমিক ৪৮ শতাংশ। চট্টগ্রামে মারা গেছেন ৩৯ জন। এ বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৭০ জন। শনাক্তের হার ৩৪ দশমিক শূন্য ২ শতাংশ। রাজশাহীতে মারা গেছেন ১৫ জন। শনাক্ত হয়েছে ১ হাজার ১৯৬ জন। শনাক্তের হার ২০ দশমিক ৬৭ শতাংশ। রংপুর বিভাগে মারা গেছেন ১৪ জন। শনাক্তের সংখ্যা ৫৮৮ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৮৯ শতাংশ। খুলনা বিভাগে মারা গেছেন ৪৬ জন। শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬২১ জন। শনাক্তের হার ৩১ দশমিক ১৪ শতাংশ। বরিশাল বিভাগে মারা গেছেন ১০ জন। শনাক্তের সংখ্যা ৫৩৩ জন। শনাক্তের হার ৪০ দশমিক ৩১ শতাংশ। একই সময়ে সিলেট বিভাগে মারা গেছেন ৯ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৪৩৩ জন। শনাক্তের হার ৪০ দশমিক শূন্য ১ শতাংশ।




Leave a Reply

Your email address will not be published.