সমাজের আলো : লাশ পাহারার ডিউটি করতে গিয়ে লাশ হলেন পুলিশ কনস্টেবল ফরিদপুরে হাসপাতালের মর্গে লাশ পাহারার ডিউটি করতে গিয়ে নিজেই লাশ হলের কোতোয়ালি থানার কনস্টেবল মো. কবির হোসেন (৫৭)। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে কর্মস্থলে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় ফরিদপুর জেলা পুলিশ। কনস্টেবল কবির হোসেন ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। তার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বেজাড়া গ্রামে। বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কবির মোল্লার সঙ্গে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাহারার ডিউটির উদ্দেশে রওনা দেন কনস্টেবল কবির হোসেন। এর আধাঘণ্টা পরে আকস্মিক বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে দুপুর আড়াইটার দিকে সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. শিপ্রা ব্যানার্জী তাকে মৃত ঘোষণা করেন।




Leave a Reply

Your email address will not be published.