সমাজের আলো : করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ২০ দিন বয়সী এক মুসলিম শিশুকে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে পুড়িয়েছে শ্রীলঙ্কা। গত সপ্তাহে নির্মম এ ঘটনা ঘটে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় মারা যাওয়া অন্তত ১৫ মুসলিমকে পুড়িয়ে সমাহিত করেছে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটি। মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শ্রীলঙ্কার মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কবরে দাফন অথবা পুড়িয়ে ফেলার নির্দেশনা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায়। লঙ্কান কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ নির্দেশনাও মানছে না। করোনায় আক্রান্ত হয়ে বা সন্দেহভাজন করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু হলে তাকে পুড়িয়েছে ফেলা বাধ্যতামূলক করে মার্চে আদেশ জারি করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সবচেয়ে বড় উপশহর বোরেলার শ্মশানে জোরপূর্বক শেখ নামের এক শিশুকে ৯ ডিসেম্বর পোড়ানো হয়। ২০ দিন বয়সী ওই শিশুসহ এ পর্যন্ত অন্তত ১৫ জনকে পোড়ানো হয়েছে। তাদের ক্ষেত্রে মানা হয়নি ধর্মীয় বিধান। শেখের বাবা এমএফএম ফাহিম আল জাজিরাকে জানান, ছোট্ট শিশুকে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখার মতো সাহস ছিল না বিধায়, সন্তানের শেষ বিদায় আয়োজনে অংশ নিতে পারেননি তিনি। ‘আমি তাদের বলেছি, যেখানে আমার সন্তানকে পোড়ানো হবে সেখানে আমি উপস্থিত হতে পারব না। আমরা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছিল, অভিভাবকের সম্মতি ছাড়া কীভাবে তাদের সন্তানকে পোড়ানোর মতো সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।’ আলজাজিরাকে বলেন ফাহিম।




Leave a Reply

Your email address will not be published.