সমাজের আলো : পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচনকে ঘিরে তৃণমূলের ভাঙন এখন ‘টক অব দ্য টাউন’। বহু নেতা-কর্মী এরইমধ্যে তৃণমূল ছেড়ে পা বাড়িয়েছেন বিজেপির দিকে। যদিও তৃণমূলের দাবি, এতে দলে কোনো প্রভাব পড়বে না। দলের অভ্যন্তরের বিদ্রোহ দমনে কালীঘাটে জরুরি বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়র পর জনভিত্তি রয়েছে –এমন নেতার নাম বললেই আসে শুভেন্দু অধিকারীর নাম। এর আগে মমতার আস্থাভাজন ছিলেন মুকুল রায়। মুকুল রায় তিন বছর আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়ে সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতির পদে বসেছেন। শক্তিশালী করছেন রাজ্য বিজেপিকে। মুকুল রায়ের পর এবার মমতার হাত ছাড়লেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দুর সঙ্গে জেলা স্তরের বহু শীর্ষ নেতাও তৃণমূলের প্রতীক ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন। যদিও তৃণমূলের যে নেতাদের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ রয়েছে; কিংবা তৃণমূলে থাকাকালীন বিজেপি নেতা-কর্মীরা নিগৃহিত হয়েছেন এমন নেতারাও বিজেপি শিবিরে যোগ দিচ্ছেন বলে বিক্ষোভ শুরু হয়েছে মোদির দলে। আর তৃণমূল বলছে, দলত্যাগীদের কারণে প্রভাব পড়বে না তৃণমূলে। দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতেই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ। শনিবার (১৯ ডিসেম্বর) মেদেনীপুর, রবিবার (২০ ডিসেম্বর) শান্তিনিকেতনের দুটো রাজনৈতিক সভা রয়েছে তার। ধারণা করা হচ্ছে, শুভেন্দু অধিকারীসহ ওই দুটো সভাতেই প্রচুর বিদ্রোহী তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে পারেন।




Leave a Reply

Your email address will not be published.