সমাজের আলো :  একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে । কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারস্থ ইসলামী ব্যাংক (এজেন্ট) এ গত রবিবার (২১ ফেব্রুয়ারি) এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গেল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি বালিয়াডাঙ্গা বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের ছাদে একটি নামকা ওয়াস্তে পতাকা ঝুলানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ প্রতিষ্ঠানের পতাকাটি ছিলো মৌলিক নিয়মাবলীর সম্পূর্ণ বিপরীত । ভবনের জন্য প্রয়োজনীয় মাপের থেকে খুবই ক্ষুদ্র । এবং চরম অবহেলায় স্থাপনের কারণে পতাকাটি নুইয়ে পড়তে দেখা গেছে । তিনি আরো জানান, আমরা জানি শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা নিয়ম কিন্তু ঐ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত না রেখে একটি কঞ্চির মাথায় কোনোরকমে ঝুলিয়ে রেখেছিল। যা স্পষ্ট জাতীয় পতাকা অবমাননার সামিল । অনুসন্ধানে জানা গেছে, গেল বছরে স্থানীয় ইউনিয়ন জামায়াতের সাবেক আমির সাবুর আলী ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইরাসের মধ্যে বিপুল জনসমাগম করে ঐ এজেন্ট শাখাটি প্রতিষ্ঠা করে আর্থিক লেনদেন করে আসছে। স্থানীয় একজন বীর মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা পতাকার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। ঐ জাতীয় পতাকার জন্য আমাদের অনেক সহপাঠী সহকর্মী অকাতরে প্রাণ উৎসর্গ করেছেন। কিন্তু বর্তমানে যখন ভাষা দিবস জাতীয় পতাকার অবমাননা দেখে মনে হচ্ছে আমরা স্বাধীনতা অর্জন করলেও আমাদের নৈতিক চেতনা এখনো শতভাগ জাগ্রত হয়নি। ইসলাম শব্দকে ব্যবহার করে একটি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় অবমাননা করবে তা আমরা মানতে পারিনা । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । এ দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় পতাকাকে অবমাননার ঘটনায় এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.