সমাজের আলো: সাতক্ষীরার প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনটির নেতা মুনসুর রহমানের সভাপতিত্বে রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেন। কর্মসূচিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুব অধিকার পরিষদের নেতা-কর্মী ও জেলা হিন্দু ছাত্র পরিষদের আহ্বায়কসহ সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার ওপরে মানসিক নিষ্পেষণ চালানো হচ্ছে বলে দাবি করেন। এ সময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেন।




Leave a Reply

Your email address will not be published.