সমাজের আলো : কলারোয়া উপজেলায় গোয়ালচাতর  ইউনিয়নের একটি বাল্যবিবাহ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে আজ দুপুরের পরে। একজন আওয়ামী লীগ নেতাকে সেখানে বিয়ে ও বিয়ের আনুষ্ঠানিকতার বিষয় বেশ সক্রিয় ভূমিকায় দেখা যায়। আজ শনিবার দুপুরের আগে পুলিশ যায় সেখানে। ঠিক বুঝা গেল না, পুলিশ বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করতে পারলো না, না করলো না! তবে ওই আওয়ামী লীগ নেতাকে বার বার পুলিশ কর্মকর্তার সাথে কথা বলতে দেখা যায়। মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, কয়েকটি বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠন সর্বোপরি উপজেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন সরকার ঘোষিত বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রেখে চলেছে। এ কথা মনে রাখা দরকার, বাল্যবিবাহ একটা পরিবারে নানা সঙ্কটে তৈরি করে। সমাজকে পিছনে টেনে ধরে। সেখানে কিছু জন প্রতিনিধি, রাজনৈতিক নেতা বিশেষ করে সরকার দলীয় নেতা সরকারের গৃহীত এ পদক্ষেপকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে প্রায়। সরকারের স্পষ্ট ঘোষণা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা বিশেষ সরকার দলীয় নেতারা বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখার। অথচ তারা সমাজকে ঠেলে দিচ্ছে আস্তাকুঁড়ে ? এসব জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের চিহ্নিত করা সময়ের দাবি।




Leave a Reply

Your email address will not be published.