সমাজের আলো : কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার, চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন ও চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের মুক্তি ও দল থেকে সাময়িক বহিস্কার প্রত্যাহারের দাবিতে ইউনিয়নবাসী জেলায় মানববন্ধন করছেন।মানববন্ধন শেষে নবনির্বাচিত জেলা আওয়ামী লীগের প্রথম সভায় কেঁড়াগাছী ইউনিয়ন তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীরা হাবিল ও মারুফের সাময়িক বহিস্কার প্রত্যাহারের স্মারকলিপি জমা দেন।শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পরিচিত সভাস্থল লেকভিউ চত্ত¡রে এই মানববন্ধন করেন ইউনিয়নবাসী। জেলায় মানববন্ধন করার আগে সকাল ১১টার সময় ইউনিয়নের বোয়ালিয়া কলেজ মাঠে মানববন্ধ করেন ইউনিয়নবাসী।মানববন্ধনে বক্তারা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা কেড়াগাছি ইউনিয়নের সাধারণ মানুষের পক্ষ থেকে এসএম আফজাল হোসেন হাবিল ও মারুফ হােসানের নি:শর্ত মুক্তির দাবি জানাচ্ছি। সেই সাথে আসন্ন ইউপি নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশের দাবি জানাচ্ছি।আর আমরা মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি ৫নং কেঁড়াগাছী ইউনিয়নে যেভাবে ভোট হচ্ছে সেটা আসলে গণতান্ত্রিক পন্থায় নয়। সেখানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে না, সেখানে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং নৌকা প্রতীকের কর্মীরা আফজাল হোসেন ও মারুফ ভাইয়ের অফিস ভাঙচুর করছে। প্রচার গাড়িতে বাধাগ্রস্ত করছে। প্রচার মাইকের মেমোরি কার্ড কেড়ে নিচ্ছে এবং আফজাল ও মারুফ ভাইয়ের কর্মী ও সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছে প্রতিনিয়ত।আমরা মিডিয়ার মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে জানাতে চাই, ৫নং কেড়াগাছি ইউনিয়নে নির্বাচনের গতিধারা কিভাবে চলছে তা পর্যবেক্ষণ করুন। কারণ আমরা শান্তি প্রিয় মানুষ। আমরা শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যম ভোটাধিকার প্রয়োগ করতে চাই। সাধারণ মানুষের ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে যে নির্বাচিত হবে চেয়ারম্যান হিসেবে তাকেই আমরা আমাদের ইউনিয়নের অভিভাবক হিসেবে গ্রহণ করব।সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেন তারা।




Leave a Reply

Your email address will not be published.