সমাজের আলো : মৎস্য ঘেরে বিষ প্রয়োগে লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বিষ ক্রিয়ায় মাছ মরে যাওয়ায় ওই ব্যবসায়ী এখন সর্বশান্ত হয়ে গেছেন।সূত্র জানায়, দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামেরমো: অজিহার রহমানের বেজোরাটী জৈরিবিলস্থ তার মৎস্য ঘেরে প্রতিপক্ষরা বিষ প্রয়োগ করে লক্ষ টাকার মাছ হত্যা করেছে।অজিহার বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, অজিহার একই এলাকার চলতি বর্ষা মৌসুমে সাদা ও গলদা, বাগদা মাছ চাষ করে স্ত্রী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন। কিন্তু তার প্রতিপক্ষ দেবহাটা উপজেলার বেজোরাটী গ্রামের তরিকুল ইসলাম, মনিরুল ইসলামসহ কয়েকজন প্রায়ই আমাদের উক্ত ঘের হইতে মাছ চুরি করে। সেই ঘটনা নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ-মিমাংসা হয়।তারা বিভিন্ন সময় হুমকি দিতে থাকে। তিনি আরও জানান, গত ০৮-০৯-২০২১ তারিখে দুপুরের দিকে আমার পুত্র হাফিজুল ইসলাম (৩৫) হাবিবুর রহমান (৩৬) হাফিজুলের পুত্র হুসাইন মাহমুদ (৭)গণসহ তাদের সঙ্গীয় কয়েকজন মিলিয়া একটি মহেন্দ্র গাড়ী যোগে ঘেরে মাছ ধরতে গেলে দেখে উক্ত ব্যক্তিরা ঘেরের পূর্বপাশে বেড়িবাঁধের উপর বসে ঘেরে কীটনাশক (বিষ) দিচ্ছে। ঐ সময় আমার পুত্ররা টের পেয়ে তাকে বকাবকি করলে প্রতিপক্ষরা তাদের উপর ক্ষিপ্ত হয়। তারা আমার পুত্র হাবিবুর রহমানকে রক্তাক্ত জখম করে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটাইয়া ফোলা জখম করে। স্থানয়িদের সহযোগিতায় আমার জখম পুত্রদ্বয়কে সখিকুর হাসপাতালে ভর্তি করি।এ ব্যাপারে অভিযুক্তদের সাথে কথা বললে তারা বলেন, তারা নাকি চক্রান্তের শিকার। বাদী অজিহার পুলিশ সুপারসহ আইনপ্রয়োগকারী সংস্থার কাছে হস্তক্ষেপ কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published.