সমাজের আলো : কলারোয়ায় পেশাদার সুদখোরের পাল্লায় পড়ে দিশাহারা ইটভাটা মালিক আলমগীর হোসেন নামের এক ব্যক্তি। সে উপজেলার পুটুনী গ্রামের নূর মোহাম্মাদ এর ছেলে। এঘটনায় ন্যায় বিচার পাওয়ার জন্য কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ইটভাটা মালিক আলমগীর হোসেন জানান-উপজেলার রঘুনাথপুর গ্রামের হাবিবুল্লাহর নিকট থেকে ১লাখ টাকা ধার নেয়। এর পরে সুদখোর হাবিবুল্লাহ ৮/৯ মাস পূর্বে সুদের টাকা দাবী করে ভাটা মালিকের ব্যবহৃত একটি ডিসকভার ১২৫সিসি মোটর সাইকেল (যার রেজি নং-সাতক্ষীরা-হ-১৪-১৮৮৬) গাড়িটি রাস্তা থেকে কাড়িয়া নেয়। সুদ বাবদ ৫২হাজার টাকা প্রদান করিলেও সে মোটরসাইকেলটি ফেরত দিচ্ছেন না। গত শনিবার (১৬এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল ফেরত চাইলে সে গাড়ি দিবেনা বলে হুমকি দিচ্ছে। তিনি এ সকল কথা উল্লেখ্য করে সোমবার (১৮এপ্রিল) বিকালে কলারোয়া থানায় হাবিবুল্লাহকে বিবাদী করে একটি অভিযোগ দিয়েছেন। এবিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা বলেন-দেশে আইন শৃঙ্খলা বলতে কিছুই থাকলো না। সুদের টাকা পাবে বলে প্রকাশ্যে একজন ভাটা মালিকের বাইক কেড়ে নিবে এই কাজটি ঠিক নহে। এদিকে অভিযুক্ত হাবিবুল্লাহর ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *